অল্প বয়সেই যাদের মাথার চুল পরে জাচ্ছে, তারা এর সমাধান পেতে পারেন কালোজিরা ব্যবহার করে। কালোজিরা চুল পরা রোধ করতে ভীষন কার্যকর।
চুল পরা রোধ করতে এর ব্যবহার করবেন -
১. খাঁটি কালোজিরার তেল চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে দিন। আধ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে কয়েক বার করে করতে পারেন। এটি চুলের রুক্ষতা দূর করে ও দ্রত বাড়তে সাহাজ্য করে।
২. পানিতে কিছু কালোজিরা মিশিয়ে তা ফুটিয়ে নিন। এটি ঠান্ডা হলে ছেকে নিয়ে এর মদ্ধে কিছুটা আপেল সিডার ফিনেগার মিশিয়ে নিন। এবার এটি দিয়ে আস্তে আস্তে চুল ধুয়ে ম্যাসাজ করুন ও কিছুক্ষন পর ভালো করে ধুয়ে ফেলুন।
৩. সমপরিমান কালোজিরা ও অলিভ অয়েল তেল এক সাথে মিশিয়ে নিয়ে এটি নিয়মিত মাথায় লাগান। এটি করলে চুল পরা অনেক কমে যা।
৪. দুই টেবিল চামচ কালোজিরার তেল এর সাথে একটি লেবুর রস মিশিয়ে নিন। এ মিশ্রনটি সকালে চুলে লাগিয়ে দুপুর এ গোসলের সময় ধুয়ে ফেলতে পারেন।
৫. কালোজিরার তেলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে নিন এবং ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।