করোনা এমন একটি ভাইরাস, যা মানুষের শরিরে আক্রান্ত হলে প্রথম দিকে সাধারন সর্দি - কাশি ও জ্বর এর উপক্রম দেখা দেয় এবং কিছু দিনের মদ্ধে শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে এটি মারাত্মক আকাআর ধারন করে । যা থেকে মৃত্যু ও হতে পারে ।
![]() |
rupchorcha44.com |
করোনা ভাইরাস এর লক্ষন ঃ
জ্বর, ঠাণ্ডা, কাশি ও গলা ব্যাথা করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষন ও পরে শ্বাসকষ্ট ও হয়ে থাকে ।
যে ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে থাকে ঃ
এই ভাইরাসটি মানুষের স্পর্শে ও হাচি - কাশির মাধ্যমে খুব সহজেই এক জন থেকে অন্য জনে সংক্রামিত হয়ে থাকে । করোনা ভাইরাস এ আক্রান্ত এমন রোগীর জিনিস পত্র স্পর্শ ও তার সাথে মেলামেশার ফলে অপর ব্যাক্তিদের মাঝে এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পরে ।
যে ভাবে প্রতিরোধ করবেন ঃ
১. যেহেতু এই ভাইরাসটি ছোয়াচে,তাই সবাইকে চেষ্টা করতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে ।
২. প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়া ।
৩. কোন প্রয়োজনীয় কাজে বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যাবহার করা।
৪. মাছ,মাংষ ও ডিম সহ যে কোন রান্না করা খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করে খাওয়া ।
৫. সাবান ওথবা হ্যান্ড-ওয়াশ দিয়ে ঘন ঘন হাত ধুয়ে পরিষ্কার করা ।
৬। দিনে কয়েক বার করে গরম পানি পান করা।
৭। ঠান্ডা, জ্বর ও হাচি-কাশি আছে এমন রোগি থেকে দূরে অবস্থান করা এবং নিজের যদি ঠান্ডা, জ্বর ও হাচি-কাশি থেকে থাকে তাহলে সবার থেকে নিজেকে আলাদা রাখা ও ডাক্তারের পরামর্শ গ্রহন করা ।
No comments:
Post a Comment