সময়ের অভাবে জারা নিজের ত্বকের দিকে খেয়াল রাখেন না অথবা ত্বকের জত্ন নেওয়াকে বেশি ঝামেলা মনে করে আর সে দিকে খেয়াল থাকে না তাদের জন্য আজকের এই পোস্টটি ।
চারব টেবিল চামচ এলোভেরার সাথে এক টেবিল চামচ দুধ, এক চিমটি হলুদ, এক চা চামচ মধু ও কয়েক ফোটা গোলাপ জল জোগ করে নিন । এবার সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে মুখে ও গলায় লাগান । ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
* ত্বকের দাগ ছোপ দূর করতে ঃ
চার টেবিল চামচ এলোভেরার সাথে এক চা চামচ অলিভওয়েল মিশিয়ে নিন । মিশ্রণটা ভালো করে মুখে মাখুন এবং ১৫ থেকে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । এই প্যাকটি প্রতিদিন একবার করতে পারলে খুব দ্রুত ভালো ফল পাওয়া জায় ।
* রোদে পোড়া ত্বকের জন্য ঃ
৪ টেবিল চামচ এলোভেরা জেল, ৬ টেবিল চামচ শসার রস ও ২ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন । এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে নিন এর পর ১৫ থেকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিতে ধুয়ে ফেলুন ।
No comments:
Post a Comment