১. যে সব সবজি কাটলে হাতে কালচে দাগ হয়ে যায় সেগুলো কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিলে আর দাগ হবে না ।
২. পাত্রের কোনায় সামান্য মাখন অথবা গ্লিসারিন মেখে দিলে দুধ উপচে পরবে না ।
৩. ফ্রিজে গন্ধ হলে একটি পাতি লেবু টুকরো করে রেখে দিন গন্ধ চলে যাবে ।
৪. চায়ের কাপে বাদামি দাগ হলে লবন দিয়ে ঘোষে মেজে ফেলুন দাগ চলে যাবে ।
৫. ছারপোকার উপদ্রব হলে সে স্থানে কিছুটা কর্পূর ছিটিয়ে দিন, এতে ছারপোকার উপদ্রব আর থাকবে না ।
৬. বেগুন ভাঁজার বেশ কিছুক্ষণ আগে লবন ও হলুদ দিয়ে মাখিয়ে রাখলে ভাজতে তেল অনেক কম লাগে।
৭. চিনি রাখার পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিলে তাতে পিঁপড়া আসবে না ।
৮. তরকারী কাটার সময় আঙ্গুলে দাগ পরলে ভিনেগার অথবা আলুর রসে একটু লবন মিশিয়ে আঙ্গুলে কিছুক্ষন লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন, দাগ চলে যাবে।
৯. পিয়াজ কাটার আগে দু ফালি করে পানিতে ভিজিয়ে রেখে কাটলে চোখে পানি আসবে না ।
১০. বাজার থেকে কেনা ফল খাওয়ার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন , যাতে কোন প্রকার ফরমালিন থাকলে সেটা দূর হয়ে যায় ।
No comments:
Post a Comment