শীতকালে আমাদের ত্বক অনেক রুক্ষ হয়ে জায়, তাই এ সময় আমাদের ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি হয়ে পরে। জারা সারা বছর ত্বকের কোন যত্ন নেয় না তারা ও দেখা যায় শীতকালে ত্বকের যত্ন নেওয়া শুরু করে। তাহলে চলুন জেনে নেওয়া জাক কি ভাবে শীতকালে ত্বক কোমল রাখা যায় ।
এ পদ্ধতি ব্যাবহারের আগে প্রথমে আপনাকে আপনার ত্বকের স্ট্রিমিং করে নিতে হবে। স্ট্রিমিং এর জন্য একটি পরিষ্কার তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে নিন। এখন এ তোয়ালে আপনার মুখের ত্বকের সাথে লেপ্টে লাগিয়ে রাখুন ৪ থেকে ৫ মিনিট । তো হয়ে গেল আপনার ত্বকের স্ট্রিমিং ।
এবার একটি পরিষ্কার বাটিতে ১ চা চামচ চালের গুড়ি, ১ চা চামচ বেসন ও ২ চা চামচ গোলাপ জল নিয়ে ভালো করে নেড়ে একটি মিক্স তৈরি করুন। এই মিক্সটি স্ট্রিমিং করার পর আপনার ত্বকে ভালো করে লাগিয়ে নিন এবং ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এটি ব্যাবহারের পর দেখবেন আপনার তবক কেমন কোমল ও সতেজ দেখায়।
সব কিছুর শেষে ময়সচারাইজার হিসাবে একটু গ্লিসারিনের সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে দিন ।
এই প্যাকটি আপনারা সপ্তাহে ২ দিন ব্যাবহার করবেন।
![]() |
এবার একটি পরিষ্কার বাটিতে ১ চা চামচ চালের গুড়ি, ১ চা চামচ বেসন ও ২ চা চামচ গোলাপ জল নিয়ে ভালো করে নেড়ে একটি মিক্স তৈরি করুন। এই মিক্সটি স্ট্রিমিং করার পর আপনার ত্বকে ভালো করে লাগিয়ে নিন এবং ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এটি ব্যাবহারের পর দেখবেন আপনার তবক কেমন কোমল ও সতেজ দেখায়।
সব কিছুর শেষে ময়সচারাইজার হিসাবে একটু গ্লিসারিনের সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে দিন ।
এই প্যাকটি আপনারা সপ্তাহে ২ দিন ব্যাবহার করবেন।
No comments:
Post a Comment