ভ্র চোখ ও মুখের সৌন্দর্জের গুরুত্বপূর্ণ একটি অংশ । তাই যাদের ভ্র ঘন ও কালো নয় তাদের জন্য এই টিপসটি ।
একটি পরিষ্কার বাটিতে হাফ টেবিল চামচ কেস্টার তেল ও হাফ টেবিল চামচ খাঁটি সরিষার তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি পরিশকার কটনবারের তুলা এই তেলে ভিজিয়ে নিয়ে ভ্রতে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এই পদ্ধতিটি রাতে ব্যাবহার করলে ভালো ফল পাওয়া জায়। কারন রাতে এটি লাগিয়ে ঘুমালে আপনার ত্বক সকাল পর্যন্ত অনেকটা সময় তেলটা শুষে নিতে। এরপর সকালে উঠে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে ৭ দিন করার পরই ফল বুঝতে পারবেন।
![]() |
ভ্র ঘন ও কালো করার সহজ উপায় - rupchorcha44.com |
একটি পরিষ্কার বাটিতে হাফ টেবিল চামচ কেস্টার তেল ও হাফ টেবিল চামচ খাঁটি সরিষার তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি পরিশকার কটনবারের তুলা এই তেলে ভিজিয়ে নিয়ে ভ্রতে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এই পদ্ধতিটি রাতে ব্যাবহার করলে ভালো ফল পাওয়া জায়। কারন রাতে এটি লাগিয়ে ঘুমালে আপনার ত্বক সকাল পর্যন্ত অনেকটা সময় তেলটা শুষে নিতে। এরপর সকালে উঠে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে ৭ দিন করার পরই ফল বুঝতে পারবেন।
No comments:
Post a Comment